ইচ্ছে বন
___রিয়াজুল রাজিব
মাঝে মাঝে ইচ্ছে করে
চলে যাই কোন গহীন বনে,
নিজের জীবন নিজের তরে
বাঁচি সেথায় একলা করে।
যেখানে নেই কোন মায়াজাল
সমাজ সংসারের বেড়াজাল,
কপটাচারীর ফান্দে পড়ে
ঠকার নেই কোন দুষ্ট চাল।
কেউ কখনো হয়নি আপণ
সবাই শুধু দেখায় স্বপন,
বিপদে মোরে রেখে একা
নিজেকে তারা করেছে গোপন।
যেই সমাজে স্বার্থের টানে
বদলে যায় মানুষ,
বাঁচতে নাকি সেই সমাজে
হতে হয় অমানুষ।
অভিনয় দেখে হয় মনে
কত দিনেরনের চেনা,
হঠাৎ করে চেনা মানুষ
হয়ে যায় অচেনা।
বারবার আমি করেছি ভুল
পড়েছি তাদের মায়ায়,
চেয়েছি বাঁচতে সুখের তরে
নিজেকে হারিয়েছি ছাঁয়ায়।
উত্তাপ্ত তাপে দগ্ধ আমি
হারিয়ে আজ ছাঁয়া,
হৃদয়ে জমেছে ঘৃনা আর
অবশিষ্ট নেই মায়া।