শীতের দিনগুলি
______রিয়াজুল রাজিব
ঘাসের উপর শিশির বিন্ধু
রোদে জ্বলজ্বল,
কচু পাতায় জমা পানি
বটে নিস্ফল।
তীব্র হিমে ঠান্ডা শরীর
হাড় কাঁপানো শীত,
এবড়ো থেবড়ো মুখে আমি
গাইছি একটু গীত।
বেডের পাশে বাজছে এলার্ম
সকাল প্রায় শেষ,
বিছানা ছেড়ে উঠতে আমার
লাগছে কষ্ট বেশ।
গোসলের কথা ভাবতে যেন
শিউরে উঠে গা,
পানি নয় যেন বিশাক্ত তীর
দেহে করবে ঘা।
এত কিছুর পরেও তবু
শীতের ঋতুই ভাল,
বাহারি সব পোষাক সাথে
পিঠের উৎসব জোড়ালো।
খেজুর রসের পায়েস
ভাঁপা পিটার ভাঁপ,
গরম গরম ঢোসা চিতই
খেতে নেই কোন চাপ।
কলেজ ক্যাম্পাসে রোদ পোহাতে
সবে মিলে দেই আড্ডা,
ঝাল মুড়ি আর বাদাম সাথে
হয়ে যায় হাসি ঠাট্টা।
বিকেল হলে ভলি বল
সন্ধ্যার পরে র্যাকেট,
দু'দন্ড খেলতে নেমে
খুলে ফেলি জ্যাকেট।
ঘুমোনোর আছে সুবিধা ব্যপক
লাগে না এসি পাখা,
লেপ কম্বল মুরিয়েই যেন
নিদ্রার সুখে মাখা।