শাড়ীতে নারী
__রিয়াজুল রাজিব
দেখতে তোমায় লাগে পরী,
যখন তুমি পরো শাড়ী,
সাত সমুদ্র দিব পাড়ি,
কর যদি মোর হৃদয় বাড়ি।
আচলের গন্ধে তোমার,
ভাঙবে আমার ঘোর,
চাঁদ মাখা ঐ মুখটি দেখে,
কাটবে যে প্রহর।
প্রকৃতির রঙে রাঙাবো তোমায়,
সাজাবো এমন সাজ,
হারিয়ে যাব লুকিয়ে রবো,
কুচিতে দিয়ে ভাঁজ।
নেভী ব্লু শাড়ীর সাথে খোপায় বেলী ফুল,
হাটার ছন্দে দুলবে যখন কানের জোড়া দুল,
হয়ে গিয়ে মাতোয়ারা,
করব কিছু ভুল।
.jpeg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন