বন্ধু মানে
__রিয়াজুল রাজিব
বন্ধু মানে মানচিত্র
দেখায় সঠিক পথ,
বন্ধু মানে চল বহুদূর
সাগর নদী হ্রদ।
বন্ধু মানে যাহার কাছে
আকাশ ছোঁয়া বিশ্বাস,
বন্ধু মানে সুখে দুঃখে
বেঁচে থাকার আশ্বাস।
বন্ধু মানে শুনতে পায়
আমার মনের কথা,
বন্ধু মানে চুপ থাকিলে
বোঝে আমার ব্যথা।
বন্ধু মানে বিপদে যে
বাড়িয়ে দেয় দু-হাত,
বন্ধু মানে লাগেনা পরিচয়
লাগেনা কি তার জাত।
বন্ধু মানে মন খারাপ
জমে না কোন আড্ডা,
বন্ধু মানে বিয়ে বাড়িতে
সীমাহীন হাসি ঠাট্টা।
প্রকৃত বন্ধু খোঁজা
হয়তবা দুষ্কর,
অসম্ভব নয় খুঁজলে পাবে
বন্ধু নামের পুরস্কার।
.jpeg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন