বুধবার, ২৯ জুন, ২০২২

জীবন যুদ্ধ


 

জীবন যুদ্ধ

___রিয়াজুল রাজিব


কি খেলা খেলছেন বিধি

 লইয়া মানবকুল,

দুঃখ কষ্টে থাকলেও নাকি

 মৃত্যু চাওয়া ভুল।


কি করিলে এই ব্যথার 

হবে উপশম,

দয়া যদি না হয় তোমার 

কেড়ে নেও মোর দম।


এমন ব্যথার ভাগী আমি 

পারছি না আর সইতে,

হত হাল্কা বুকের পাথর 

পারতাম কাউরে কইতে।


বাঁচার জন্য জীবন যুদ্ধে 

করছে সবাই লড়াই,

আমার কাছে জীবন কেন

গরম তেলের করাই!!

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

মুক্ত করে দিলাম পাখি


 

মুক্ত করে দিলাম পাখি

যেতে পারিস অনেক দূরে,

মাঝে মাঝে রাখিস খবর 

বেঁচে আছি কেমন করে।


রেখেছিলাম যদি অনাদরে

ক্ষমা করিস সমাদরে,

ভালবাসায় যদি ছিল কমতি

ঘৃনার চোখে দেখিস না মোরে।

প্রেমের অভিনয়


 


ধরে নেও আমি করেছি অভিনয়

করিনি কখনো প্রেম,

প্রতারক ভেবে কর ঘৃনা

বেঁচে থাক আমার জেম।


আমায় ছাড়া বাঁচবে দিব্বি

কাটবে অনেক বেশ,

যখন থেকে কাটবে ঘোর

ভালবাসার রেশ।


বেকার ছেলে সমাজের বোঝা

নেই ভালবাসার অধিকার,

বেঁচে থেকে খাদ্য নষ্ট

মৃত্যুই যেন তার প্রতিকার।