জীবন যুদ্ধ
___রিয়াজুল রাজিব
কি খেলা খেলছেন বিধি
লইয়া মানবকুল,
দুঃখ কষ্টে থাকলেও নাকি
মৃত্যু চাওয়া ভুল।
কি করিলে এই ব্যথার
হবে উপশম,
দয়া যদি না হয় তোমার
কেড়ে নেও মোর দম।
এমন ব্যথার ভাগী আমি
পারছি না আর সইতে,
হত হাল্কা বুকের পাথর
পারতাম কাউরে কইতে।
বাঁচার জন্য জীবন যুদ্ধে
করছে সবাই লড়াই,
আমার কাছে জীবন কেন
গরম তেলের করাই!!