মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। ____হুমায়ূন আহমেদ
মুক্ত করে দিলাম পাখি
যেতে পারিস অনেক দূরে,
মাঝে মাঝে রাখিস খবর
বেঁচে আছি কেমন করে।
রেখেছিলাম যদি অনাদরে
ক্ষমা করিস সমাদরে,
ভালবাসায় যদি ছিল কমতি
ঘৃনার চোখে দেখিস না মোরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন