বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

না বলা কথা

 

না বলা কথা

__রিয়াজুল রাজিব


আমি এক অপ্রকাশিত কবি,

তুমি তার কাব্য।

আমি এক নামহীন শিল্পী,

তুমি তার সুর।

আমি এক আগন্তক,

তুমি  তার  পরিচয়।

আমি এক নিথর দেহ,

তুমি তার রুহ।

আমি এক পথিক,

তুমি তার পথ।

আমি এক অপূর্ন জীবন,

তুমি তার পূর্নতা।

আমি এক শূন্য হৃদয়,

তুমি  তার ভালবাসা।




সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

সবার মাঝে একা



সবার মাঝে একা
_____রিয়াজুল রাজিব


বিষন্নতার চার দেয়ালে

যখন আমি বন্ধি,

একা থেকে নিজেকে নিজে

করতে চেয়েছি সঙ্গি।


হঠাৎ এসে দুশ্চিন্তা
ঘিরে ফেলল আমায়,
চোখে আঙুল রেখে বলল
সুখের নয় এ সময়।


নিরবতার মাঝেও যেন
চিৎকার চেঁচামেচি,
কানের কাছে আসছে ভেসে
উপহাস হাসাহাসি।


ভাবছি তাই কেমন করে
হব আমি আমি একা,
হুমায়ূন স্যার বলে মানুষ
সবার মাঝেই একা।