না বলা কথা
__রিয়াজুল রাজিব
আমি এক অপ্রকাশিত কবি,
তুমি তার কাব্য।
আমি এক নামহীন শিল্পী,
তুমি তার সুর।
আমি এক আগন্তক,
তুমি তার পরিচয়।
আমি এক নিথর দেহ,
তুমি তার রুহ।
আমি এক পথিক,
তুমি তার পথ।
আমি এক অপূর্ন জীবন,
তুমি তার পূর্নতা।
আমি এক শূন্য হৃদয়,
তুমি তার ভালবাসা।