সবার মাঝে একা
_____রিয়াজুল রাজিব
বিষন্নতার চার দেয়ালে
যখন আমি বন্ধি,
একা থেকে নিজেকে নিজে
করতে চেয়েছি সঙ্গি।
হঠাৎ এসে দুশ্চিন্তা
ঘিরে ফেলল আমায়,
চোখে আঙুল রেখে বলল
সুখের নয় এ সময়।
নিরবতার মাঝেও যেন
চিৎকার চেঁচামেচি,
কানের কাছে আসছে ভেসে
উপহাস হাসাহাসি।
ভাবছি তাই কেমন করে
হব আমি আমি একা,
হুমায়ূন স্যার বলে মানুষ
সবার মাঝেই একা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন