রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এক তরফা


 


এক তরফা
__রিয়াজুল রাজিব

মনের সাথে করেছি দ্বন্দ্ব
বুঝিয়েছি অনেকবার,
অবাধ্য মন কি আর শোনে কথা
ছুটে চলে বারবার।

যখন তখন ভাবি আমি
মনে আসে যাতা,
বালিশে মাথা রেখে হয়ত
ভাবছে আমার কথা।

আসলে কি তাই?
নাকি মনের ভ্রমে
বিভাগী হয়ে
ভাবছি যাতাই।

মন থাকে না নিজের মাঝে
খুঁজে ফিরে কাকে,
আপারক আমি দেখছি শুধু
বুঝাতে পারছি না তাকে

খোঁজেনি সে
বোঝেনি যে ছিলাম
তাহার পাশে,
চাইনি আমি তেমন কিছু
ভালবাসা বুনেছি চাষে।

ব্যথিত বিনা না বুঝিবে
ভাঙা হৃদয়ের কষ্ট,
খুঁজবে সেদিন বুঝবে যেদিন
হবে সব কিছু স্পষ্ট।

আবেগ অনেক হয় মিষ্টি
কল্পনায় তাহার স্বাদ,
বাস্তবতার তিক্ততা আজ
করেছে কুপোকাত







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন