স্বার্থান্বেষী
____রিয়াজুল রাজিব
তোর অভিনয়ে ক্লান্ত আমি
লাগছে না আর ভাল,
হৃদয়হীন তুই স্বার্থপর
হৃদয়টাও তোর কালো।
জোর করে হয় না পিরিত
হয় না মনের মিল,
মিথ্যাবাদী তুই যে বুকে
মেরেছিস দুঃখের সীল।
আমি চিনতে তোরে করেছি ভুল
বুঝিনি তোর স্বার্থ,
নতুন পেয়ে পুরানকে ভোলা
তোর প্রেমের অর্থ।
বুঝবি সেদিন হবি মূল্যহীন
থাকবে না তোর গুরুত্ব,
খুঁজবি সেদিন দুচোখে আমায়
বাড়বে আমারও দূরত্ব।
সুখের খোঁজে ব্যস্ত তুই
ভুলে গেছিস আমায়,
ভুলে যদি যাবি তবে
বেধেছিলি কেন মায়ায়।
পাষান মনে মায়া নেই তোর
রাখিস না মোর খোঁজ,
তোকে ছাড়া আছি কেমন
কাটছে আমার রোজ।
মনকে করে অশান্ত
ঘুম নিয়েছিস কেড়ে,
দেখব আমি কতটা সুখী
হোস আমায় ছেড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন