সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ইমাম সাহেব


 


ইমাম সাহেব

____রিয়াজুল রাজিব


শুনিলাম এক জুমার দিনে

ইমাম সাহেবের কথা,

বলিলেন উনি ইমামের মর্ম

মানিতে হইবে যথা।


মনে মনে কহিলাম স্বয়ং

একি বলিলেনন জনাব,

সাদা কালোর পার্থক্যে তব

হয় কেন এত তলব।


তার কথাতো তার বানী নহে

খোদা তায়ালার নির্দেশ,

কার দিকে আমি তুলেছি আঙুল

হৃদয় রেখে বিদ্বেষ।


প্রদর্শক আজ নির্দেশিত

ইমাম নামের চিহ্ন,

সৎ বদের পার্থক্যটাও

হবেই একটু ভিন্ন।


গলাধ:করণে ভরছে উদর

ভাল-মন্দের নাই বাছাই,

মুখে মুখে সত্যের বুলি

নিজেকে করিনি যাচাই।


তবে কি হেতু হচ্ছে পূরণ

যাচ্ছেনা তো বৃথা,

লেবাস অধ হৃদ দর্পণে

সত্য লাগছে তিতা।


ধরিত্রীর মোহে আবিষ্ট চিত্ত

এ নয়ত ধ্রুব ঠিকানা,

অন্বেষনে হই আগুয়ান

না থাকি আর দিল কানা।

মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

শীতের দিনগুলি

 


শীতের দিনগুলি

______রিয়াজুল রাজিব


ঘাসের উপর শিশির বিন্ধু

রোদে জ্বলজ্বল,

কচু পাতায় জমা পানি

বটে নিস্ফল।


তীব্র হিমে ঠান্ডা শরীর 

হাড় কাঁপানো শীত,

এবড়ো থেবড়ো মুখে আমি

গাইছি একটু গীত।


বেডের পাশে বাজছে এলার্ম 

সকাল প্রায় শেষ,

বিছানা ছেড়ে উঠতে আমার

লাগছে কষ্ট বেশ।


গোসলের কথা ভাবতে যেন

শিউরে উঠে গা,

পানি নয় যেন বিশাক্ত তীর

দেহে করবে ঘা।


এত কিছুর পরেও তবু

শীতের ঋতুই ভাল,

বাহারি সব পোষাক সাথে

পিঠের উৎসব জোড়ালো। 


খেজুর রসের পায়েস

ভাঁপা পিটার ভাঁপ,

গরম গরম ঢোসা চিতই 

খেতে নেই কোন চাপ।


কলেজ ক্যাম্পাসে রোদ পোহাতে

সবে মিলে দেই আড্ডা,

ঝাল মুড়ি আর বাদাম সাথে

হয়ে যায় হাসি ঠাট্টা।


বিকেল হলে ভলি বল

সন্ধ্যার পরে র‍্যাকেট,

দু'দন্ড খেলতে নেমে 

খুলে ফেলি জ্যাকেট।


ঘুমোনোর আছে সুবিধা ব্যপক

লাগে না এসি পাখা,

লেপ কম্বল মুরিয়েই যেন

নিদ্রার সুখে মাখা।