সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ইমাম সাহেব


 


ইমাম সাহেব

____রিয়াজুল রাজিব


শুনিলাম এক জুমার দিনে

ইমাম সাহেবের কথা,

বলিলেন উনি ইমামের মর্ম

মানিতে হইবে যথা।


মনে মনে কহিলাম স্বয়ং

একি বলিলেনন জনাব,

সাদা কালোর পার্থক্যে তব

হয় কেন এত তলব।


তার কথাতো তার বানী নহে

খোদা তায়ালার নির্দেশ,

কার দিকে আমি তুলেছি আঙুল

হৃদয় রেখে বিদ্বেষ।


প্রদর্শক আজ নির্দেশিত

ইমাম নামের চিহ্ন,

সৎ বদের পার্থক্যটাও

হবেই একটু ভিন্ন।


গলাধ:করণে ভরছে উদর

ভাল-মন্দের নাই বাছাই,

মুখে মুখে সত্যের বুলি

নিজেকে করিনি যাচাই।


তবে কি হেতু হচ্ছে পূরণ

যাচ্ছেনা তো বৃথা,

লেবাস অধ হৃদ দর্পণে

সত্য লাগছে তিতা।


ধরিত্রীর মোহে আবিষ্ট চিত্ত

এ নয়ত ধ্রুব ঠিকানা,

অন্বেষনে হই আগুয়ান

না থাকি আর দিল কানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন