✳️Imperial method
8 soot=1 inch
12 inc =1 foot
❇️Matric method
10 mm=1cm
100cm=1 m
1000 m =1k.m
❇️1)বর্গ ফুট = দৈর্ঘ্য ✘ প্রস্থ
2)সোজা কাঠ cft/kb =(দৈর্ঘ্য ×প্রস্থ×উচ্চতা)÷১৪৪
3)গোল কাঠ
{গড় পরিধি×গড় পরিধি (ইঞ্চি)×দৈর্ঘ্য (ফুট)}÷২৩০৪
✳️1)চতুর্ভুজ জমি
বর্গ ফুট = (দৈর্ঘ্য ✘ প্রস্থ) ÷একক
তবে পরুমাপ ভিন্ন হলে গড় বের করতে হবে।
2)ত্রিভুজ জমি
✔{s(s-a)(s-b)(s-c)
S মানে গড়
✳️একক
১ কড়া = ২১৬ বর্গফুট
১ শতাংশ = ৪৩৫ বর্গফুট
১ কাঠা= ৭২০ বর্গফুট
১ ছটাক= ৪৫ বর্গফুট
১ কাঠা= ১.৬৫ শতাংশ
২০ কাঠা= ১বিঘা
৬০.৫ কাঠা= ১ একর
১ বিঘা= ১৪,৪০০ বর্গফুট
১ বিঘা= ৩৩ শতাংশ
১ একর= ১০০ শতাংশ।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
১ গন্ডা = ২ শতাংশ
১ গন্ডা = ১.২১ কাঠা
✳️ নলের হিসাব
১ নল = ৭/৮/১২ হাত (এলাকা ভেদে)
১ হাত = সমান ১৮ ইঞ্চি বা ১.৫ ফুট।
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
১ কাঠা = ৩২০ বর্গহাত
বিঃদ্রঃ এখানেও বর্গের হিসাব।
✳️টিনের হিসাব
৭২ ফুট = ১ বান
প্রস্থ বিভিন্ন ধরনের হতে পারে
টিনের চাল
২৪ দৈর্ঘ্য+১৪ প্রস্থ= ৩৮ ফিট= ৩৮ x ১২ (ইঞ্চ) =৪৫৬ ইঞ্চি
টিনের প্রস্থ ৩২ ইঞ্চি, তিন ইঞ্চি বাদ দিলাম। তাই ২৯ দিয়ে ভাগ করবো।
৪৫৬ ইঞ্চি/২৯ ইঞ্চি = ১৫.৭২ টি টিন
মোট টিন লাগবে= ১৫.৭২x২= ৩১.৪৪ টি টিন
৯ ফুটের এক বান টিন = ৭২/৯=৮ টি টিন
মোট টিন লাগবে ৩১.৪৪/৮ = ৩.৯৩ বান টিন=৪ বান টিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন