রবিবার, ৩১ জুলাই, ২০২২

আক্ষেপ


 

আক্ষেপ

__রিয়াজুল রাজিব


যে আগুনে পুড়ছ তুমি

আমায় কি দিয়েছে ছাড়,

সম আগুনে দগ্ধ আমি

বুঝা কি বড়ই ভার?


যে বাঁধনে বেধেছ তুমি

ভোলা বড় দ্বায়,

হৃদয়ে মোর জ্বলছে আগুন

না পাওয়ার বেদনায়।


নেই আশা কেউ বাঁধবে বাসা

যেই হৃদয়ে তুমি,

চাইনা কারো ভালবাসা

মনের মাঝে তুমি।


নিরব চোখে দেখি তোমায় 

মনে মনে ডাকি,

 তুমি ছাড়া এই হৃদয়ে 

আর নেই কিছু বাকি।


হে প্রভু চাইনি কভু

জ্বালাতের তাহার হৃদয়,

সময় যে আজ ভীষন খারাপ,

দয়া কর আমায়।


হৃদ মাঝারে রেখো আমায় 

ভুলে যেও না কভু,

মরন হলেও চাইব তোমায়

কবুল কর প্রভু।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন