শনিবার, ২৭ আগস্ট, ২০২২

শূন্যতা




শূন্যতা
__রিয়াজুল রাজিব

এতো লোকের ভিড়ে আজ
আমি যেন একা,
সব কিছু থেকেও যেন
লাগছে বড়ই ফাঁকা।

তুই যে আমার পূর্নতা
ঘুছায় সকল অভাব,
মন যে আমার হয় শান্ত
পেলে তোর জবাব।

তোর চোখে দেখেছি মায়া
হৃদয়ে আমার ছবি,
তাইতো এতো বাসি ভাল
তুই যে ভোরের রবি।

কখনো বা করি গল্প
কখনো গানের কলি,
ঝগড়া হলেও করতে মিট
লাগে না যে দেরী।

অবেলায় তুই যে আমায়
দিস মানসিক শান্তি,
তোকে ছাড়া সর্বত
শুধুই অস্বস্তি।

মন যে আমার অশান্ত নদী
বুঝলনাতো কেউ,
তুই ছাড়া কে দেখবে আমার
সেই নদীরই ঢেউ।

তুই পাশে থাকলে
আমার দুঃখ পাওয়া বারন,
দূরে চলে গেলে আবার
তুই'ই দঃখের কারণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন