সোমবার, ২ মে, ২০২২

শৈশবের ঈদ


 


শৈশবের ঈদ🌙

__রিয়াজুল রাজিব


ঘনিয়ে আসতেই ঈদের দিন

মনের মধ্যে বাজত বিন,

বাবার কাছে করতাম আবদার

নতুন পোষাক কিনেদিন।


স্বজনরা চাইত দেখতে আমার

কেমন রঙের পোষাক,

ঈদের আগে দেখাব না বললে

হত তারা অবাক।


সবাই মিলে যেতাম মোরা

দেখতে ঈদের চাঁদ,

মেঘের কোলে আসত ভেসে

খুসির ভাঙত বাঁধ।


প্রগ্রাম গুল হত শুরু দিয়ে

নজরুলের গীত,

রমজানের ঐ রোজার পরে

এলো খুসির ঈদ।


কার আগে কে লাগাবে মেহেদী

নখে লাগাবে পলিশ,

মেহেদী লাগিয়ে পড়ত ঘুমিয়ে

রঙিন পিছানা বালিশ।


সারা রাত আমি থাকতাম জেগে

সকালের আসে আসে,

সবার আগে সাজব আমি

রঙিন স্বপ্ন ভাসে।


পেতে না পেতেই সকালের আভাস

টুপি পাঞ্জাবি লাগিয়ে সুবাস, 

বড়দের গিয়ে করতাম সালাম

সালামির নেশা করত গ্রাস।


হাটি হাটি পা-পা করে 

যেতাম ঈদগায়ে,

ঈদের সালাত করতাম আদায়

ঘেঁসে গায়ে গায়ে।


সালাত শেষে কোলাকুলি 

হাতে রাখতাম হাত,

ছিল না হিসাব ধনী গরিব

উঁচু নিচু জাত।


শৈশব শেষে যবে থেকে

যৌবনে রাখলাম পা,

হারিয়ে গেল ঈদের খুসি

ঝাড়া দিয়ে গা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন