বুধবার, ১৮ মে, ২০২২

স্মৃতির পাতায়


 

স্মৃতির পাতায়

__রিয়াজুল রাজিব


তোমার প্রেমের কাটেনি ঘোর 

কাটেনি এখনো রেশ,

তোমার স্মৃতি বুকে নিয়ে

এইতো আছি বেশ।


তোমায় ভোলার নেইতো সাধ্য

পাইনা খুঁজে অর্থ,

সহস্রবার চেষ্টা করেও

হয়েছি আমি ব্যর্থ।



যাব দেখতে কোন একদিন

হয়ত কোন এক প্রহরে,

কর্ম ব্যস্ত হাতে বলবে

কে এলো মোর দুয়ারে।


চোখ তুলে তাকাবে 

চেনা চেনা এই মুখ,

যাকে দেখে ভুলত কষ্ট

পেতাম অনেক সুখ।


তুমি কি সে যাকে নিয়ে বুনতাম 

অনেক স্বপ্ন,

হারিয়ে ফেলেছি ফুরিয়ে এসেছি

আহ কি দুঃস্বপ্ন!


স্মৃতির পাতায় মনের খাতায়

আজও আছে যার ছবি,

তোমার স্মৃতি বুকে নিয়ে

বেঁচে আছে এই কবি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন