রবিবার, ২৯ মে, ২০২২

এক পশলা বৃষ্টি


 


এক পশলা বৃষ্টি
___রিয়াজুল রাজিব

আকাশে আজ ভীষণ মেঘ
বজ্রপাতের শব্দ,
বৃষ্টি বিলাস করব কি আর
ভয় করেছে জব্দ।

বাহিরে বইছে ঝড় হাওয়া

শুনশান শব্দ,

চারিদিকে অন্ধকার

ঘর যে স্তব্ধ।

মেঘেরা আজ করছে খেলা
করছে ছোটাছুটি,
বৃষ্টি আমার উঠোন জুড়ে
কাদায় লুটোপুটি।

কিছু মানুষ ভেজায় শরীর
ভেজায় নাতো মন,
বৃষ্টিকে যে করে অনুভব
বৃষ্টির আপণজন।

কেটে যাবে বলে বৃষ্টি
করিনা অপেক্ষা,
দুঃখ গুল ধুয়ে ফেলতে
ভেজার প্রতীক্ষা।

বৃষ্টি বিনা অসহায় প্রকৃতি
বেড়ে ওঠে না কিছু,
রঙধনুর রঙে রাঙাতে জীবন
ছূটছি বৃষ্টির পিছু।

মেঘ কেটে যায় সূর্য হাসে
দুঃখের পরে সুখ,
এক পশলা বৃষ্টি শেষে
ভাল কিছু হোক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন