1. Agroup of words that includes a subject and a finite verb, and forms a sentence or part of a sentence is called clause.
2.Wh,that,whether/if, these conjunctions could be in Noun clause,adj clause or adv clause,it depends on context.
3.Relative words= who,whom,which,that,whose, and sometimes that could be silent.
Note: "while" always adv conjunction
4.Compound: Fanboys,else,otherwise,however,whereas,still,therefore,nevertheless /nonetheless/as a result
5.Rest conjunctions are adv conjunctions.
There are 3 type clauses
Noun clause/Nominal clause,Adjective clause/relative clause and adverbial clause.
a)Noun clause has two types
Nominal and appositive
Appositive=W/h/that+pronoun/noun
Note: it can replace the subject or keyword.
b)adjective clause
Two types
Restrictive and non-restrctive
Non-restrctive = between two comma,w/h/that...... +verb.....
Adj vs noun clause (appositive)
Ex: The fact that BD lost the match is shocking.
The fact that the captain explain is shocking.
Relative clause এ verb বা verb পরবর্তি preposition এর object থাকে না কিন্তু noun clause এ থাকে।
In a sentence 'if' refers to যদি,the clause will be adverbial and কিনা refers to noun clause.
Relative clause এ "that" object or conjunction হিসেবে উহ্য থাকতে পারে কিন্তু sub হিসেবে নয়।
More notes:⚠️
1.Noun clause vs relative clause❇️
সাধারনত noun clause verb এর object অথবা বা subject complement অথবা subject এর অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে।
অন্যদিকে relative clause পূর্ববর্তি noun কে describe করে।
উদাহরণ:
His dream that he will be a bsc cadre finally came true.
যদি বলি He will be his dream তাহলে বাক্যটি ভুল কারণ এটি relative clause না তবে যদি জিজ্ঞেস করি what is his dream?
তাহলে উত্তর আসে He will be a bcs cadre
তাহলে এটি সঠিক তার মানে এটা subject সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এটি noun clause যাকে appositive ও বলা হয়।
✴️ সাধারনত relative clause টি pronoun "IT"দ্বারা replace করা যায়না।
উদাহরন:
I know the man who told you this.
I know the man it❌
সুতরাং এটি একটি relative clause.
I disposed of my car which I bought last year.
এখানে car হল which এর antecedent এবং আমি verb কে প্রশ্ন করলেতো car এর কথাই আসে।
what I bought?
উত্তর car, সুতরাং এটি একটি relative clause.
আরো কিছু উদাহরণঃ
What he said surprised me.
Noun clause যা surprised verb এর sub হিসেবে আছে।
I don't know where he lives.
Noun clause যা know verb এর object হিসেবে আছে।
This is the book (that) I lost.
What I lost? আমি কী হারিয়েছি? উত্তর: book/বই সুতরাং এটি একটি relative clause.
2.Adverbial clause❇️
সাধারনত Adverbial clause কে it দ্বারা replace করা যায়না এবং এর antecedent হয় না।তাছাড়া adverbial clause এ শর্ত বা condition বোঝায় এবং সময়,স্থান,কারণ,কিভাবে একটা ক্রিয়া সম্পাদন হইছে তা নির্দেশ করে।
উদাহরণঃ ১
I shall go where he lives✅
I shall go it❌
উদাহরণঃ ২
I saw the thief when he broke into the house.✅
I saw the thief it❌
He broke into the thief❌
উদাহরণঃ ৩
We eat so we may live (condition)
সুতরা এগুলা adverbial clauses.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন