মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

পাতা ঝরা বসন্ত


 

পাতা ঝরা বসন্ত 

___রিয়াজুল রাজিব


পাতা ঝরা বসন্ত আর ফাগুনের হাওয়া,

নতুন করে ভালবাসা যেন নাড়ছে মনে কড়া।

গাছে গাছে নতুন পাতা ডালে ডালে পাখি,

মনের দুয়ারে কে যেন আজ দিচ্ছে কেবলই উকি।

নতুন করে ফুটছে ফুল ভুলে গিয়ে সকল ভুল,

প্রকৃতি যেন সেজেছে আজ দেখাতে তাহার রুপ,

তোমার রুপে হয়েছে পূর্ন  অপূর্নতার ধূপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন