মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

ভালবাসার অধিকার


ভালবাসার অধিকার

__রিয়াজুল রাজিব।


ভালবেসে যে অধিকার দিয়েছ তুমি,

কেড়ে নিলে সরে যাবে চরণ তলের ভূমি।

ভুলে গিয়ে ব্যক্তি সত্তা,

মিলিয়েছি আত্মায় আত্মা।

আমিতো চাইনী মোর তরে ভেজাও কপল খানী,

তোমার মুখের একটু হাসি হৃদয়ের ফুলদানি।

তুমি কি জান কেন আমি হইযে আত্মহারা,

হারিয়ে নয় ভেলবেসে মোরে করে রেখ মাতোয়ারা।

এদিন সেদিন যতদিন যায়, 

হৃদয় ততই পরাধীন হয়,

বসিয়ে আসন করছ শাসন হয়ে হৃদয়ের রানী, তোমার রাজ্যে প্রজা হয়ে শুনব প্রেমের বানী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন