মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

তুমিআমায় করনী পর

 




তুমি আমায় করনী পর,

হৃদয় বড়ই স্বার্থপর,

নিজেকে নিজে করেছি পর।

একলা একা ভবঘুরে তোমার রাজ্যে ঘুরি,

দিলে দিতে পার একটু ঠাই,

হৃদমাজারের চিলে কোঠায়,

হও যদি করুনাময়ী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন