মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। ____হুমায়ূন আহমেদ
অন্ধকার এই রাত,
তুমি যে আমার চাঁদ।
আমার দু-চোখের ঘুম,
করেছো তুমি গুম।
নিদ্রাহারা এই আখিঁ,
দেয় না কভু ফাকি,
দেখতে তোমার জ্যোৎস্না ভরা মুখ।
ঘুমে কাতোর,
হয়ো না পাথর,
বুঝতে আমার মন।
হয় অনুভব,
নয় অনুতাপ,
করো না দ্বিধা,
বলে দেও সিধা
ভালবাসো কি আমায়??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন