কপালের টিপ
__রিয়াজুল রাজিব।
জেনে না জেনে তুমি করেছ ভুল কপালে পরেছ টিপ,
পতিতাদের যে দিয়েছিল উপহার নমরুদ নামের কীট।
হয়েছিল ব্যর্থ পোড়াতে মোদের জাতির পিতাকে,
পতিতা এনেছিল উলঙ্গ করে ফেরেশতাদের সরাতে।
আকাশ সাক্ষী বাতাস সাক্ষী,সাক্ষী এ জাহান,
১৮ মাইলের অগ্নিকান্ড কাড়েনি তাহার প্রান,
তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম (আঃ)।
শয়তানের সাথে মিলিয়েও হাত নমরুদ হয়েছিল কুপকাত,
টিপ নিয়ে যারা করছিস বড়াই,
তোরা হলি ইবলিসের জাত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন