বাবার কাঁধ
__রিয়াজুল রাজিব
সবার চেয়ে চওড়া কেন
বাবার ঐ কাঁধ,
অবলীলায় বয়ে বেড়ায়
সমাজ সংসারের বাঁধ।
সন্তানের তরে বাবার রাখা
চুলছেড়া অবদান,
হিসাব করলে হবে না শেষ
কৃতিত্বের অবসান।
বাবা নয়তো শুধু একজন মানুষ
নয় সম্পর্কের নাম,
বাবার মাঝে লুকিয়ে আছে
অদ্ভুত মায়া_বিশালত্তের দাম।
সবার চেয়ে সত্বর যেন
বাবার ঐ দু-পা,
এতোটা পথ আগলে রাখে
ভুলে গিয়ে সব ঘা।
বাবার চোখ দেখতে পায়
কোন দূরত্ব কল্পনা অঙ্কিত,
সন্তানের ভবিষ্যৎ নিয়ে
তিনি থাকেন যে শঙ্কিত।
বটগাছের মত ছায়া দেয়
হয়না যে ক্লান্ত,
বাবা কে কখনো দেখিনি আমি
হয়েছেন পরিশ্রান্ত।
মুখের দিকে তাকিয়ে যে
বুঝে আমার অভাব,
কত টাকা লাগবে বলা
বাবারই'তো স্বভাব।
পৃথিবীতে কোন মেয়ের কাছে
বাবাই যে তার ভাল,
সারা জীবন জ্বালায় যিনি
অনুপ্রেরনার আলো।
প্রতিটা মেয়ে নাও হতে পারে
স্বামির কাছে রানী,
বাবার কাছে রাজকন্যা
বাবার চোখের মণি।
কথায় নয় বাবারা যে
কাজেই হয় বিশ্বাসী,
মুখ ফুটে বলে না সে
তোমায় ভালবাসি।