বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ঘুম তোমার পরেছে প্রেমে

ঘুম তোমার পরেছে প্রেমে 

__রিয়াজুল রাজিব

ঘুম তোমার পরেছে প্রেমে তুমিও দিয়েছো সাড়া,

একলা একা প্রেম পিপাসু হয়েছি পাগল পাড়া।

তোমার কি ওগো সত্যিই ছিল ঘুমের এতো তারা,

স্তব্ধ এই রাত যেথায় আমি নিদ্রাহারা?

পালিয়ে গেলে আজও তুমি ঘুমের সাথী হয়ে,

অবহেলার পাত্র আমি,

মায়ায় কেউ না পড়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন