অপরূপ ধরণী
___রিয়াজুল রাজিব
কি অপরূপ ধরণী মোদের খোদা তায়ালার দান,
তাহার সৃষ্টি দেখে বান্দার ভরে যায় যে প্রান।
তুমি যে রাব্বুল আলামীন,কর মেহেরবান।
বিনিময় সে চাইনি কিছু,
অন্যায় কাজের ছার পিছু,
পাঁচওয়াক্ত সালাত পড়ে বল তাহার নাম।
তুমি যে রাব্বুল আলামীন,কর মেহেরবান।
সকাল কিংবা দিবা রাতে,সালাত শেষে মোনাজাতে,তোমার কাছে চাইযে পানা
হে মহীয়ান।
তুমি যে রাব্বুল আলামীন,কর মেহেরবান।
দুনিয়ার মায়ায় শয়তানের ধোঁকায় তোমায় যাইযে ভুলে,অপেক্ষায় থাক করতে মাফ কখন আসিব ফিরে।
দয়ার সাগর খোদা তুমি, তুমিই তো মহীয়ান।
তুমি যে রাব্বুল আলামীন,কর মেহেরবান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন