মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। ____হুমায়ূন আহমেদ
কিসের থেকে ভাগছো তুমি পথের নেই নেই যে শেষ,
মনের সাথে মন মিশেছে কাটছে তাদের বেশ।
হৃদয় বড় স্বার্থপর ভাবেনা নিজের কথা,
না চাইলেও আমার হৃদয় বুঝবে তোমার ব্যথা।
আমি যা ভাবি তুমিও কি ভাব,
অনুভূতি কি মোদের এক,
তবে অপসারিত হোক মাথা থেকে বিভ্রান্তির ঐ মেঘ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন