বুধবার, ৬ এপ্রিল, ২০২২

শূন্য হৃদয় পূর্ন করে





শূন্য হৃদয় পূর্ন
__রিয়াজুল রাজিব


মোর শূন্য হৃদয় পূর্ন করে এসেছিলে যেদিন তুমি,
সেদিন থেকেই বুঝেছি আমি ভালবাসা কত দামি।

দেখতে দেখতে কেটে গেল কিছু সময়ের মতো,
কাটুক সময় এমনি করে বছর যত শত।

তোমার ভেজা চুলের গন্ধে ভাঙে সকাল বেলার ঘুম,
বেনীর ভাজে ভাজে এঁকেছি প্রেমের চুম।

ক্লান্ত  দিনের প্রান্তে এসে দাও যখন দর্শন,
সব কিছু যাইযে ভুলে হৃদয়ে সুখের বর্ষন।

তোমার অভিমানে দেয় যে খড়া হাসিতে নামে বৃষ্টি,

তোমার হাসির লাবণ্যতায় ফুলেদেরও কাড়ে দৃষ্টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন