বুধবার, ৬ এপ্রিল, ২০২২

আমার কথার অর্থ


 

বুঝোনি কি তুমি আমার কথার অর্থ,

অনুধাবন করতে মোরে হয়ো না ব্যর্থ।

আমি যে চাই  উড়ো সখী  মুক্ত আকাশে,

তোমার হাসির শব্দ ভেসে বেড়াক ফাগুনের বাতাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন