যেতে চাই অনেক দূর
___রিয়াজুল রাজিব
যেতে চাই আমি অনেক দূর,যেখানে শুধুই পাখির সুর।
চারিদিকে সবুজ আমি যে অবুঝ চাইনা মানবের হিংসা,
ভালবাসি প্রকৃতি যার নেই কোন চাওয়া নেই কোন ঈর্সা।
বিরক্ত আজ এই সমাজে স্বার্থপরতায় ভরপুর,
জীবন যেন দুর্বিসহ এলাম কোন অচিনপুর?
পেতে চাই আমি একটু শান্তি বেঁচে থাকার বিশ্বাস,
খুঁজে দেও আমায় এমন কোথাও ফেলব সুখের নিঃশ্বাস।
কি হবে এই সমাজে থেকে মিথ্যার মায়া জাল, প্রহর শেষে মিলেনা যেথায় মনে মনের তাল।
জন্ম থেকে ছুটছে তারা কত কিছুর পিছে,
মৃত্যু যে তার আসল সত্য হোক বা না হোক ইচ্ছে।
মাটির দেহ মাটির ঘর মাটিতেই যায় ক্ষয়,
কি নিয়ে দাম্ভিকতা করছ যে বড়াই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন