মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

নিঃসঙ্গ এই জীবন


নিঃসঙ্গ জীবন

__রিয়াজুল রাজিব


নিঃসঙ্গ এই জীবন আমার বড়ই বিষাদময়,

সময় যেন কাটে না মোর নিঃশ্বাসে লাগে ভয়।

ভালবেসে আমি হয়েছি ব্যর্থ পেতে কারো মন,

নিঃসঙ্গ এই জীবনে আমার কে আছে আপণজন?

একলা একা থাকি বসে দুশ্চিন্তার বেড়াজাল,

নিঃসঙ্গতা কাটাতে মোর জড়ায়নি কোন মায়াজাল।

কেন হয় এমন,

 ধরা দেয় না মন,

 শূন্য এই হৃদয়,

এভাবেই হয়ত দিব একদিন পৃথিবীকে বিদায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন