অনেক করে বেসেছি যে ভাল
__রিয়াজুল রাজিব
তোমায় আমি অনেক করে বেসেছি যে ভাল,
অন্ধকার জীবনে আমার হবে তুমি আলো।
সূর্য উদয় হবে আবার আমার মনের দেশে,
দিব পারি সাগর মোরা দুজন খেলে হেসে,
বিরহ ভরা হৃদয়ে আমার ফুটল প্রেমের ফুল,
যখন থেকে দুচোখ তোমার করেছে মসগুল।
তোমার দুটি আকাশ চোখে হতে চাই আমি তারা,
ভালবেসে রাখবে ধরে সুখের আলো ছায়া।
দিশাহারা জীবন আমার নদীর মত ধারা,
হতে পারে শান্ত যদি তুমি দাওগো সাড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন