মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। ____হুমায়ূন আহমেদ
তোমার ঐ কাজল কালো চোখ,
দেখে চেয়ে থাকি অপলোক।
কেটে যায় প্রহর,
অচেনা এই শহর,
জনাকীর্ন গলি,
এতোটুকু বলি শুধু তোমায় খুজে পাই প্রতিটি রাস্তায়।
তোমার হাটা চলা,
অনুভূতির এই খেলা,
হৃদয়ের গ্যালারি করেছে পূর্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন