শনিবার, ৯ এপ্রিল, ২০২২

রেসিপি



রেসিপি
__রিয়াজুল রাজিব

সার্চ করিলে ইউটিউবে,
মিলে বিভিন্ন রান্না,
কিসের ইন্টারনেট কিসের ইউটিউব,
আর না আর না।

তেল ছাড়াও হয় রান্না,
কুমড়ায় হয় বেগুনী,
চাল ছাড়াও কি ভাত সম্ভব,
কিযে বলেন আম্মাজি।

পেঁয়াজ না হয় নাইবা দিলাম,
আদা রসূনের কি দরকার,
দারুন দারুন রেসিপি শিখাচ্ছে,
জন দরদী সরকার।

মরিচ একটু কমিয়ে দিলাম,
লাগবে না হলুদের রঙ,
পেট ভরতেই হারিয়ে ফেলেছি,
জীবনের যত সঙ।

আমিষের বাজারটা যাচ্ছে কড়া,
নিরামিশেই শেষ,
চাপা মেরে ভরব উদ,
শুনতেই লাগে বেশ।







 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন