মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। ____হুমায়ূন আহমেদ
তোমায় যখন দেখি কোন আগন্তকের পাশে,
প্রান আমার উড়ে যায় দিগন্তের শেষে।
প্রান ছাড়া নিথর দেহের নেই কোন মূল্য,
তোমার মতো নেই কেউ হবে সমতুল্য।
হারানোর এই ভয় আমার না আর সয়,
কম্পিত হৃদয় বুকের বাম পাশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন