বুধবার, ৬ এপ্রিল, ২০২২

কতদিন দেখি না তোমায়

 


কতদিন দেখি না তোমায়

___রিয়াজুল রাজিব

কতদিন দেখি না তোমায় স্পর্শের নাগালে,

ধরা দেও তুমি এসে শয়নে ও স্বপনে।

দিনে দিনে এযেন বাড়াচ্ছে দির্ঘশ্বাস,

যতক্ষন আছে প্রান,যতক্ষন আশ।

তোমারো কি হে প্রিয় যন্ত্রনা বিচ্ছেদের,

তবে পাখি হয়ে আসো উড়ে হৃদয়ে অচিরে।

হৃদয়ে যেন অগ্নি শিখা জ্বলছে নিশিদিন,

পেতে তোমার একটু ছোঁয়া ভালবাসা সীমাহীন।

এসো হে প্রিয় এসো মোর কাছে,

বুকে জড়িয়ে তোমায় যাব ভালবেসে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন