নববর্ষ
___রিয়াজুল রাজিব
শুভ শুভ শুভ দিন,
আসল আবার নতুন দিন,
ভুলে গিয়ে সকল দুঃখ,
ভালবাসা বিলিয়েদিন।
বছর ঘুরে যখন আসে পহেলা বৈশাখ,
পাড়ায় পাড়ায় বসে মেলা,
ঢাকি বাজায় ঢাক।
মোরা যে বাঙালি জাত,
ধর্ম গোত্র না হলেও এক
শিল্প সংস্কৃতি মোদের,
করেনি যে কখনো ত্যাগ।
বৈকাল বেলায় হয় ঝড়,
মাঝির মনে লাগে যে ডর,
নাগর দোলায় করে ভর,
বিষন্নতাকে করব পর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন