মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই
ধরণীর আসল রূপ দেখতে পায়।
____হুমায়ূন আহমেদ
বুধবার, ৬ এপ্রিল, ২০২২
কেমন করে দিব বিদায়
কেমন করে দিব আমি তোমায় যে বিদায়,
তোমার বিরহে আমার এমন থাকিবে যে সদয়।
প্রিয় গেয় না আর বিরহের গান,
কেড়না মোর এই প্রান।
প্রানটুকু কেড়ে নিলে বাসিবে কারে ভাল?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন