সোমবার, ১১ এপ্রিল, ২০২২

অপসংস্কৃতি


 

অপসংস্কৃতি

__রিয়াজুল রাজিব


খাদ্য থেকে শুরু করে আজ,

 সংস্কৃতিতে দুর্ভোগ,

প্রকৃত শিল্পিদের জীবনে এসেছে,

 আহা একি দুর্যোগ।


দিতে তারা সস্তা পরিচিতি সাজছে এমন সাজ,

টিকটক আর ইউটিউবে নাচছে বানর নাচ।


নিতম্ব আর শরীর দেখিয়ে,

পাগলের ন্যায় বাবরি ঝুলিয়ে,

হতে চায় প্রখ্যাত,

লজ্জা শরম বলতে তাদের কিছু নেই অক্ষত।


গলা নেই তার, শুরে নেই ধার,

তুবুও গেয়ে যায় গান,

গাচ্ছিস কি ভাই সেটা ভেবে,

 হারিয়ে ফেলছি জ্ঞান।


লটাক মটাক কাঁচা বাদাম,

হয় নাকি গীতিকবিতা,

দুশ্চিন্তায় পড়ে আমি,

লিখেছি এই ছোট্ট কবিতা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন