সভ্যতার বেহাল
__রিয়াজুল রাজিব
সভ্যতার আজ কি হয়েছে হাল,
ঠেকে গেছে পিঠ দেয়ালে,
পুতুল দিয়ে হয় মঙ্গল কামনা,
আসে না কিছু খেয়ালে।
সংস্কৃতি চায় পশ্চিমাদের,
শাসন চায় আরবের,
দুই নিয়ে আজ টানা হ্যাঁচড়া,
বিবাদে জড়িয়েছে মানবে।
ছেঁড়া ফাড়া পোষাক নাকি নারীর অধিকার,
ভুলে গিয়ে আজ মৌলিক অধিকার,
অসামাজিকতা করতে রোধ,
কি আছে প্রতিকার?
পেয়ে বসে যদি কোন অবলা নারী,
রাতে কিংবা দুপুরে,
ধর্ষন করতে হয় মরিয়া,
পুরুষ নামের কুকুরে।
নিজের বোন হয় পরী,
অন্যের বোন মাল,
বখাটেতে গেছে দেশটা ভরে,
সমাজ আজ বেসামাল।
দুই দিনের এই দুনিয়া,
থাকবা কত দিন,
সম্পদের জন্য করছ হত্যা,
হায়রে হৃদয়হীন।
ঘুষ খেয়ে আর দুর্নীতি করে,
টাকা কাড়ি কাড়ি,
অন্যের হক কেড়ে তুমি,
গড়ছ সুখের বাড়ি।
ওরে মন শোনরে শোন,
হোস না মনুষ্যহীন,
মৃত্যু হোক কৃতী হয়ে,
বেঁচে থাক চিরদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন