টিপ টিপ এই বৃষ্টি
___রিয়াজুল রাজিব
টিপ টিপ এই বৃষ্টি,কেড়েছে মনের দৃষ্টি।
জমকালো এই মুহূর্তু,হৃদয়ে প্রেমের সৌহার্দ্য।
বাহিরে বৃষ্টি মনে ঝড়,তুমি আমায় করনা পর।
মেঘের মিলনে হয় গর্জন,তুমি শুধুই আমার অর্জন।
পাহাড় গায় ঝরনার গান,তোমার জন্য হৃদয়ে টান।
হয় যদি বৃষ্টি নিত্যদিন,রোম্যান্স হবে প্রতিদিন।
---------
বৃষ্টি যেমন থাকে মেঘে,
প্রেম থাকে হৃদয়ে,
ভালবেসে রাখবো আগলে,
যতই আসুক প্রলয়।
তুমি চাইলে নামে বৃষ্টি,
তুমি চাইলে খড়া,
সুঃখে দুঃখে থেকো পাশে,
হুর পরি অপ্সরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন