বুধবার, ২০ এপ্রিল, ২০২২

মায়ের মমতা


 

মায়ের মমতা

__রিয়াজুল রাজিব


জন্ম থেকে কমেনি যার এতটুকু মমতা,

জন্ম ধাত্রী মা ছাড়া কার আছে এই ক্ষমতা।


ব্যথা পেলে সর্বপ্রথম যে করে অনুভব,

মহীয়সী নারী মা যে আমার রাখে এই মনোভব।


কোন রোগের কি চিকিৎসা লাগে না শংসাপত্র,

আরগ্য কামনায় সর্ব সময় থাকে যত্রতত্র।


আরামের ঘুম করেছে হারাম রাতের পরে রাত, 

হাসি মুখটা দেখবে বলে ওরে মানিক চাঁদ। 


অনাহারে থেকেও রাখে নি যে,

 আমায় কখনো উপস,

শোধ হবে না মায়ের ঋন,

যতই যাক যাক দিবস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন