মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

মুক্তা ঝড়া হাসি


 মুক্তা ঝড়া হাসি

___রিয়াজুল রাজিব।


তোমার মুক্তা ঝড়া হাসি আর  মৃদু গালে টোল,

চোখ জুড়িয়ে যায় আমার বুকে দামাদোল।

কেমন হাসি হাসো সখী কেড়েছো আমার ঘুম,

নিদ্রায় গিয়েও দেওগো দেখা নয়তো মনের ভ্রম।

বাসনা মোর হাসো প্রিয় মনের জানালা খুলে,

দেখব আমি অবাক চোখে বিষণ্যতা  ভুলে।

তোমার ঠোঁট নয় যেন বাঁকা চাঁদ,

চোখ নয় যেন তরবারি,

সহস্র বার করলেও আঘাত,

তোমার হৃদয় আমার বাড়ি।

তুমি কাঁদলে আমাবর্ষা,

হাসলে জ্যোৎস্না রাত,

এসেছে আলো আমার জীবনে ভেঙেছে খুসির বাঁধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন