অভিমান
__রিয়াজুল রাজিব
অনুধাবন যদি না হয় আমার অভিমান,
তবে ভুলে যাও এই সম্পর্ক যার নেই কোন মান।
দুই হৃদয়ের মধ্যে যদি থাকে অন্তরায়,
ভালবেসে লাভ কি বল শুধুই বেদনাময়।
সবটকু দিয়ে চেয়েছিলাম বাসিতে তোমায় ভাল,অবহেলা করলে তুমি করলে না আমায় বরণ।
অপেক্ষায় থাকি কখন শুনব তোমার গলার সুর,হৃদয় নামের দুঃখ তরী বায়িব কত দূর।
সত্যিই যদি ভালবাস দেও কেন কষ্ট,মনটা কে ভেঙে কেন কর অষ্টপিষ্ঠ?
ভালবাসি বলে যদি ভাব আমায় দূর্বল,পাথর হব অতি শোকে হব আমি দুর্বার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন