রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

চিরকুট


 


চিরকুট
__রিয়াজুল রাজিব

একাল সেকাল কেটে গেছে যে কাল,
আসিবে না আর ফিরে,
ভালবাসা হত চিরকুটে বিনিময়,
প্রতীক্ষার প্রহর ঘিরে।

সংক্ষিপ্ত করে অজস্র কথা
গুজে দিয়ে এক খামে,
অপেক্ষায় থাকত প্রতিউত্তরের
পাঠাবে প্রিয়জনে।

সময়টা ছিল যতই কঠিন
দূরত্ব ছিল বেশ,
প্রেমটাও ছিল ততই খাঁটি
কাটেনি কখনো রেশ।

হাতের লেখাটা হত ভাল
চিঠি লিখে লিখে,
সাহিত্য আর কাব্য চর্চা
হয়নি কখনো ফিকে।

কাঁপা কাঁপা হাতে  দুরুদুরু বুকে
ঝরিয়ে অশ্রু জল,
সযত্নে লেখা দিত কেটে
হারিয়ে মনোবল।

কাজলের কালি আর নয়নের জল
লেগে যেত চিঠির ভাজে,
বালকটিও থাকত অপেক্ষায় তার
সকাল কিংবা সাঁঝে।

অনূভুতি গুল আছে আজও
বদলেগেছে তার রূপ,
যবে থেকে আসল ধরায়
যন্ত্রের এই যুগ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন